বাঁশখালী টাইমস: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশ স্বাধীনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক মরণোত্তর সম্মাননা লাভ করেছেন বাঁশখালীর কৃতিসন্তান ও সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী।
গতকাল ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম জেলার প্রায় ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম জেলা পরিষদ।
বাঁশখালীর সাবেক সংসদ সদস্য সুলতানুল কবির চৌধুরী পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর সুযোগ্য পুত্র বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাব্বির ইকবাল।
মরহুম মুক্তিযোদ্ধা সুলতানুল কবির চৌধুরী ১৯৯১ সালে বাঁশখালীতে আওয়ালী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।