বাঁশখালী টাইমস: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য, মহাজোটের শরীক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী ‘ লাঙল’ প্রতীকে মনোনীত হওয়ার খবরে বাঁশখালীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সমর্থকরা।
গতরাত হতে মনোনয়নের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর একদিন আগে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়।
মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির এই বর্ষীয়ান নেতার মনোনয়নকে কেন্দ্র করে নতুন আলোচনার সূত্রপাত হচ্ছে। মহাজোটের প্রার্থী হিসেবে এ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিবে এমন মন্তব্য করছেন অনেকেই।
এ প্রসঙ্গে মাহমুদুল ইসলাম চৌধুরী বাঁশখালী টাইমসকে বলেন- ‘বাঁশখালীর সিংহভাগ উন্নয়ন কাজ এরশাদ সাহেবের আমলে করা এবং তা আমার হাত দিয়েই হয়েছে। দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। বাঁশখালীর মানুষ কৃতজ্ঞ; আশাকরি বিগত সময়ের মতো তাঁরা আমার পাশে থাকবেন।’
জাতীয় পার্টি হতে মনোনয়নের খবরে আজ কাথারিয়া, খানখানাবাদ, চাম্বল বৈলছড়ি, পুকুরিয়া, বাণীগ্রাম, সরল চানপুর বাজার, মোশাররফ আলী বাজার,বশিরউল্লাহ মিয়ার বাজারসহ বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সমর্থকরা।
তাছাড়া ঢাকা হতে চট্টগ্রাম বাসভবনে পৌঁছালে মাহমুদুল ইসলাম চৌধুরীর ভক্ত-সমর্থকরা ভিড় জমান, সেখানেও মিষ্টি বিতরণ ও বাঁশখালী হতে আগত নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।