একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বুধবার (২৮ নভেম্বর)। এদিন বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (জনসংযোগ) বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৫টার মধ্যে হাজির হতে হবে। এরপর আসলে কারও মনোনয়নপত্র নেওয়া হবে না।
দশম সংসদ নির্বাচনে অনেক মনোনয়নপত্রই বাতিল হয়েছিল বিকেল ৫টার পর জমা দেওয়ার কারণে। ওই নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন অনেকের ছোটখাটো ভুলের জন্য। তাই যারা নির্বাচনে নিতে ইচ্ছুক তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দিতে হবে।
ঢাকা ও চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা হিসেবে বিভাগীয় কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। আর জেলার প্রার্থীদের জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের (ডিসি) কাছে জমা দিতে হবে।
রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাই হবে। রোববার (৯ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহার আর প্রতীক বরাদ্দ সোমবার (১০ ডিসেম্বর)।