মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভার অন্তর্গত দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার তা’ লীমুল কুরঅান আল- ইসলামীয়া মাদ্রাসার ২৬ তম বার্ষিকী ওয়াজ মাহফিল আগামীকাল রবিবার (১৯ জানুয়ারী) অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া ইসলামীয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি মাদ্রাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল জামিয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া।
এতে আমন্ত্রিত ওয়ায়েজীন হিসেবে নসিহত পেশ করবেন,জামিয়া দারুল মা’ আরিফ আল ইসলামীয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী,মাদ্রাসা উলুমিল ইসলামিয়া চট্টগ্রাম এর পরিচালক মাওলানা মোঃ হোসাইন,জামিয়া মাদানিয়া খন্দকিয়া হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ শফি,বাঁশখালী মাতাব্বর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান,বাঁশখালী দারুল কারীম মাদ্রাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, চট্টগ্রাম বড়পুল শাহী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হোসাইন আজিজি। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন চাম্বল দারুল উলূম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল, চট্টগ্রাম নাছিরাবাদ মিছবাহুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা শাহ আব্দুল জাব্বার,সৌদি প্রবাসী হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান ও চট্টগ্রাম নাছিরাবাদ মিছবাহুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক হযরত মাওলানা হাফেজ মাহমুদ উল্লাহ। মাহফিল এন্তেজামিয়া কমিটি ও মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মুফতি মাওলানা মুহাম্মদ ওবাইদুল্লাহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।