BanshkhaliTimes

মধ্যরাতে চুপিসারে দেশ ছেড়েছেন টেকনাফের এমপি বদি

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন টেকনাফের সংসদসদস্য আবদুর রহমান বদি। ওমরাহ পালনের উদ্দেশ্যে বদি সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছেন উনার ব্যক্তিগত সহকারী। গত ৩ মে র‌্যাব-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি নির্মূলের মতো এবার মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন৷ এরপর সারা দেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে নামে এলিট বাহিনী৷ অভিযান শুরুর পর থেকে প্রতি রাতেই কয়েকজন ‘বন্দুকযুদ্ধে’ মারা যাচ্ছেন৷

ইতোমধ্যেই ইয়াবা গডফাদাররা ভারত-মিয়ানমারে পালিয়ে গেলেও বদির পরিবারের সদস্যরা ঢাকা-চট্টগ্রামে গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। বদির ভাই ইয়াবা গডফাদর ও টেকনাফ পৌর কাউন্সিলর মুজিব মিয়ানমারে আশ্রয় নিয়েছে নিশ্চিত হওয়া গেলেও অন্যরা কোথায় আছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে র‌্যাব ও পুলিশের মাদকবিরোধী অভিযানের মাঝেই এবার ওমরা পালনের উদ্দেশে দেশ ছাড়লেন এমপি বদি। বৃহস্পতিবার (৩১ মে) রাতে একটি বেসরকারি বিমানে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন বদি।

যদিও এমপি বদির হঠাৎ দেশত্যাগ করাকে কৌশল হিসেবে মনে করছেন অনেকে। জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি দেশ ছেড়েছেন। তবে ওমরা পালন শেষ আগামী মাসে তার দেশে ফিরার কথা রয়েছে।

মাদকবিরোধী অভিযানের আগে পাঁচটি রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করেছে সরকার৷ সেই তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) এমপি আব্দুর রহমান বদির নাম আছে এমন ধারণা থাকলেও নিশ্চিত হওয়া যায়নি। কারণ তালিকাটি পুরোটা প্রকাশ করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমানে ভিত্তিতে অধিকাংশ মনগড়া রিপোর্ট হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *