বাঁশখালী টাইমস: মাস্টার্স শেষ করে চাকরির জন্য এদিক সেদিক ধর্ণা না দিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে মেলে ধরেছেন বাঁশখালী উপজেলার শীলকূপের সন্তান জাহেদুল্লাহ। তিনি মনেপ্রাণে চান মানুষের উপকার; ব্যবসার পরিধি বাড়ার সাথে সাথে তার প্রতিষ্ঠানে অনেক তরুণের কর্মসংস্থান হবে এই স্বপ্নকে লালন করে গড়ে তুলেছেন নান্দনিক ইসলামিক পণ্যের কালেকশন সমেত অত্যাধুনিক শো-রুম- ‘হালাল সিকার্স’।
করোনাকালে অনলাইন ব্যবসার মাধ্যমে তার হাতেখড়ি। এরপর নিজ মেধা ও অধ্যাবসায় দিয়ে দাঁড় করেছেন এই প্রতিষ্ঠান।
সম্প্রতি নগরীর চকবাজারস্থ মতি কমপ্লেক্সের ৪র্থ তলায় হালাল সিকার্সের শো রুম উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিক, কলামিস্ট ও গবেষক অধ্যাপক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নুর মোস্তফা টিনু, সাংবাদিক ওয়াসিম আহমেদ।
এসময় ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র প্রতিষ্ঠানে আধুনিক ও উন্নত ডিজাইনের বোরকা, হিজাব, নিকাব, আতর, কোরআন, তাসবি, মেসওয়াক, জায়নামাজ সহ সব ধরণের সুন্নাহ আইটেমের রয়েছে বিপুল সমাহার।