মছিউল আলমের জানাযা সম্পন্নঃবিভিন্ন মহলের শোক

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বৈলছড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মছিউল আলমের জানাযা আজ বাদে মাগরিব বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার মাঠে মরহুমের প্রথম পুত্র রহিমুল্লাহ’র ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, বাঁশখালী মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট আবু নাছের, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আলিম, জলদী হোসাইনিয়া ফাযিল মাদরাসার উপাধক্ষ্য মাওলানা আজিজুল ইসলাম, চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদরাসার আরবী প্রভাষক মুনির উদ্দীন, সাংবাদিক মিজান বিন তাহের, ইউপি সদস্য জামাল উদ্দীন, দিদারুল হক, হাফেজ রমিজ উদ্দীনসহ প্রমুখ ব্যক্তিবর্গ। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে তার মৃত্যুতে উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট আবু নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরাম পরিবারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *