মখছুছ চৌধুরীর ১ হালি আঞ্চলিক লিমেরিক

মখছুছ চৌধুরী

১.
লম্বা দাড়ি মুখত বুড়ার তসবি থাহে আতত্
গেলদে বছর হজ গরি ঠিক উইঠ্যে আবার জাতত!
গাত কুরে দে পরোল্লাই
কেউ ন মাতে ডরোল্লাই
হদিন পর পর অউসত পরি বইয়্যে বিয়ার পাতত!

২.
মেজাজ গরম এজাজ মিয়ার বেইন্না ফজর ছরত
তল পরাদ্দে ভিডা-বাড়ি কেউ ন মাতের ডরত
একে একে চাউরগ্য
গইরগে বিয়া জাউরগ্য
আজিয়া বিয়ার তত্ত্ব পাঠার আবার নতুন ঘরত!
৩.
ধনে জনে গায় গেরামর মাথা গফুর গাজি
নামাজ-কালাম পাক্কা আবার হজ গরি অইল্ হাজি!
আইল ঠেলে দে বিলত
বউয়ুরে রাখে কিলত
মুখত মিডা হতাত গিরা আইচ্চা রহম পাজি !

৪.
পারার নেতা কোরবান আলী রাস্তাঘাটে ফাল মারে
রাইত-বিরাইতে পরর ফইরুত খেপে-খোপে জাল মারে!
তাস পিডায়দে হালকুলত
ঘরত নাইদি চাল-চুলত
বাজারঘাডত বিয়াল-বেইন্যা আফুডাইংগা গাল মারে!

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version