মুজিবুর মুজিবুর
মখছুছ চৌধুরী
ফাগুনের দিন শেষে
চৈতের দাহ শেষে
শ্রান্তির বেলা শেষে
হাওয়া বয় ঝুর ঝুর
শাখে দোল দিয়ে যায়
ঝিরিঝিরি বয়ে যায়
যেতে যেতে বলে যায়
মুজিবুর মুজিবুর।
কাক কালো জল থির
জলে ভাসা তসবির
দোল লেগে আলগোছে
ভেঙে হয় চুর চুর
মাঠ ঘাট বিল ঘুরে
আকাশের নীল জুড়ে
মিলেমিশে হয় ফের
মুজিবুর মুজিবুর।