চট্টগ্রামে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে একটি দ্রুতগামী বাস পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চার আরোহী। এছাড়া অপর এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যান তিনি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সূত্র: এটিএইচ