kadam rasul

ভয়াল ২৯শে এপ্রিল স্মরণে কদম রসুলে শানে মোস্তফা (দঃ) মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল শানে মোস্তফা (দ:) মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে কদম রসুল গ্রামে নাছিয়া পুকুর পাড় ময়দানে শানে মোস্তফা (দঃ) মাহফিল মাওলানা মোহাম্মদ জাহেদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

BanshkhaliTimes

উক্ত মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ কবিউল আমিন আশরাফী।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্য জনাব, এনামুল হক চৌধুরী, মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আল্লামা শাহজাদা শাহ জিল্লুল করিম মালেকী আল কুতুবী (মা:জি:আ:) সাজ্জাদানশীল কুতুব শরীফ দরবার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী (মা:জি: আ:) খাদেম বিশ্বজাকের মঞ্জিল, আটরশী, ফরিদপুর।

samsul hoque Foundation, kadam rasul

উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জনাব, মো: ইসমাঈল হোসেন, আলহাজ্ব জাহেদুল ইসলাম চৌধুরী, কাইছারুল আলম খোকন, মোহাম্মদ জিয়াউল হক সুমন ও শোয়াবুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে শামসুল আলম চৌধুরী ফউন্ডেশনের উদ্যোগে এগারজন কোরআন হাফেজর হাতে পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের সদস্য সচিব জনাব, এনামুল হক চৌধুরী।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *