ভয়াবহ যানজটের কবলে শহরমুখী বাঁশখালীবাসী

সৈয়দ প্রীতম: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে শহরমুখী যাত্রীরা গতকাল ৩০ জুন ভয়াবহ যানজটের কবলে পড়েছে।

ভোরের দিকে তেমন যানজট দেখা না দিলেও বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে শহরমুখী যাত্রী নাজমুল আহসান জানান, “আমি চেচুরিয়া বাজার থেকে রাত ৮ টায় বাসে উঠে শহরে পৌঁছতে লেগেছে রাত ১২ টা।”

বৈলছড়ী থেকে উঠা যাত্রী রহিমা আফরোজা জানান, “আমরা সকাল ৭ টায় সুপার সার্ভিসে উঠে ১০ টার দিকে শহরে পৌঁছায়, সকালের দিকে বেশি জ্যাম ছিল না”।

সন্ধ্যার পর আনোয়ারার কালাবিবির মোড় থেকে শুরু করে টানা যানজটে হাজার হাজার গাড়ি রাস্তাত ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাঁশখালী ( Banshkhali ) সড়কের এক লাইনম্যান জানান, ঈদের শহরমুখী যাত্রীর চাপ ছাড়াও কক্সবাজার থেকে ব্যাপক পরিমাণ বাস ক্রসিং হয়ে পার হতে গিয়ে এই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। আরও বেশ কয়েক দিন এ ধরণের যানজট থাকবে বলে আশংকা করা যাচ্ছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *