BanshkhaliTimes

ভিক্ষুকমুক্ত বাঁশখালী গড়ার ঘোষণা দিলেন সিআইপি মুজিব

‘ভিক্ষুক মুক্ত সমৃদ্ধ বাঁশখালী গড়ার প্রত্যয়-
জাতীয় শোক দিবস উপলক্ষে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পুনরায় ৫০ ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ’

জাতীয় শোক দিবস উপলক্ষে ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি’র সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় শোক দিবসে ট্রাস্ট পরিচালিত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও এতিমখানায় জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিক্ষুকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ও প্রত্যয় ব্যাক্ত করেছেন সেই প্রেক্ষিতে ইতিপূর্বে বাঁশখালীর ১৫০ ভিক্ষুকের পুনর্বাসন নিশ্চিত করেছে ট্রাস্ট। সেই ধারাবাহিকতায় আরো ৫০জন অসহায় ভিক্ষুককে পুনর্বাসন করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি বোর্ড।

সভায় মুজিবুর রহমান সিআইপি বলেন, পর্যায়ক্রমে সকল ভিক্ষুকের পুনর্বাসনের মাধ্যমে বাঁশখালীকে ভিক্ষুক মুক্ত সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে ইনশাআল্লাহ ‘।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অন্যতম সদস্য আলহাজ মাওলানা মফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল কাদের, সাইদুর রহমান চৌধুরী জিহান, সেলিম রেজা, জাকির হোসাইন প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *