BanshkhaliTimes

ভাড়া নৈরাজ্য বন্ধে প্রশাসনের অভিযান, ১৯ গাড়িকে জরিমানা

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী টাইমস: বাঁশখালী পিএবি প্রধান সড়কে ভাড়া নৈরাজ্য নিয়ে নানা ভোগান্তির শিকার হয়ে আসছেন যাত্রী সাধারণ। আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সংযোগ প্রধান সড়কে বাস-জিএনজির অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রতিদিন নানা অভিযোগ উঠে যাত্রী মহলে। গেল ঈদুল ফিতর উপলক্ষে ঈদের কয়েকদিন পূর্ব হতে ঈদ পরবর্তী সময়ে দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছিল যাত্রীদের। এমনকি ঈদের আগের দিনেও স্পেশাল সার্ভিস ৬০ টাকার ভাড়ায় ১৫০ টাকা, সিএনজি ৮০ টাকার ভাড়ায় ২০০-৩০০ টাকা আদায় করার অভিযোগ উঠে। অতিরিক্ত ভাড়া আদায়, অনিরাপদ সড়ক ব্যবস্থা, লক্করঝক্কর বাস, অদক্ষ ড্রাইভার কর্তৃক যানচলাচল সহ নানা অভিযোগ থাকলেও কোন সুরাহা হয়নি। এদিকে ঈদের এক সপ্তাহ গড়িয়ে গেলেও ঈদ উপলক্ষে উপরি ভাড়া আদায় বন্ধ হয়নি। সাধারণ যাত্রীগণ ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ হয়ে প্রশাসনের দ্বারস্থ হলে গত শুক্রবার (২২জুন) সন্ধ্যার দিকে অতিরিক্ত ভাড়া আদায়কারী ৪টি বাস ও ১৫টি সিএনজিকে মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা করা হয়। সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা। এসময় তাঁর সাথে ছিলেন বাঁশখালীর ওসি সালাউদ্দিন হীরা। এসময় তিনি অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস ও সিএনজিকে আটারো হাজার পাঁচশত টাকা জরিমানা করেন। তিনি বলেন, বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে এ অভিযান অব্যাহত থাকবে। নির্দিষ্ট নিয়মনীতির বাহিরে ভাড়া আদায় করা হলে তাদের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযানের ফলে সাধারাণ যাত্রী ভাড়া নৈরাজ্য থেকে রেহাই পাবেন। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *