নিউজ ডেস্ক : আমার রক্তে যদি অন্য কারো জীবন, তাহলে মানুষ হয়ে কেন করবো না রক্তদান। প্রতিপাদ্যকে সামনে রেখে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একুশে ফাউন্ডেশন বাঁশখালী শাখার উদ্যোগে ভাষার মাস উপলক্ষে ০১ফেব্রুয়ারী ২০২০ চাম্বল ইউনিয়নের পল্লী আদর্শ একতা সংঘের কার্যালয়ে অভিযাত্রিক ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং হাজ্বী আমিন শরীফ ক্লথ স্টোর এর সৌজন্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে ২৫০জনের গ্রুপ নির্ণয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন একুশে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিল। এডমিন- এহসান উল্লাহ, অভিযাত্রিক ব্লাড ব্যাংকের এডমিন কাজী ছোটন, জহির রায়হান, রিসান, জি এন কবির চৌধুরী, ওমর ফারুক সোহাইল, মোহাম্মদ আনসার, রায়হানুল হুদা, নাঈম উদ্দিন সোহাগ, ওসমান গনি আবির প্রমুখ।