বাঁশখালী টাইমস: ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘প্রাণের গীটার’ এ মডেল হিসেবে অভিনয় করেছেন বাঁশখালীর ছেলে আরফাত হোছাইন হৃদয়।
প্রাণের গীটার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার নাজমুল হক। আর গীতিকার ও সরকার হিসেবে ছিলেন এই বাংলার জনপ্রিয় মাহফুজ ইমরান।
দুই বাংলার মিশ্রণে দর্শকদের জন্য নতুন কিছু স্বাদ অপেক্ষা করছে বলে বাঁশখালী টাইমসকে জানিয়েছেন মডেলিং জগতের প্রতিশ্রুতিশীল অভিনেতা আরফাত হোছাইন হৃদয়।
অদ্ভূত এক অনুভূতির প্রকাশ হলো ভালোবাসা। কেউ-কেউ একে সীমাহীনও বলে থাকেন। ভালোবাসা মূলত উপলব্ধির বিষয়। আর সেই উপলব্ধি তখনি আসবে যখন কেউ প্রেমে হাবুডুবু খাবে। ফেব্রুয়ারি আসলেই আমাদের ভালোবাসা প্রকাশের প্রবণতা বেড়ে যায়, বেড়ে যায় আমাদের ভালোবাসা সংশ্লিষ্ট আবেগ। আর এর প্রকাশ ঘটাতেই আই মিডিয়া ভালোবাসা দিবসকে উপলক্ষ করে প্রকাশ করেছে তাদের নতুন গানের মিউজিক ভিডিও।
গানটির ইউটিউব লিংক
https://m.youtube.com/watch?v=yQSfZ5OZ41Q&sns=fb