বাঁশখালী টাইমস: বাঁশখালীর পীর সাহেব ইসহাক হুজুরের সহধর্মিনী ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের মাতা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ভারতের বেঙ্গালুরুর মজুমদার শাহ মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
জানা যায়- গত রমযান মাসের শেষের
দিকে তিনি হঠাৎ স্ট্রোক করলে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ভর্তি করানো হয়। এরপর থেকেই তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এখনো ভালোভাবে কথা বলতে পারেন না।
ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবারের ফ্লাইটে ব্যাঙ্গালুর নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
তাঁর দ্রুত আরোগ্যের জন্য বাঁশখালীবাসীসহ সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে।