BanshkhaliTimes

ভারতে খেলতে গেলেন বাঁশখালীর ৩ ক্রিকেটার

চট্টগ্রামের কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট টিমের হয়ে উড়িষ্যা প্রদীপ মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাঁশখালী ক্রিকেট একাডেমির তিন খেলোয়াড়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের কোয়ালিটি স্কুল অফ ক্রিকেটের ১৫ সদস্যের একটি দল চট্টগ্রাম গরীবুল্লাহ শাহ্ থেকে যাত্রা করেন।

অংশ নিতে যাওয়া তিন খেলোয়াড় হলেন- বাঁশখালী উপজেলার ৬নং বৈলছড়ি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকার রতন সুশীল, মাতা খুশি সুশীলের ছেলে কিরণ সুশীল, ১নং পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামের মাষ্টার মোহাম্মদ আনোয়ার হোছাইন মোছাম্মৎ হাসনা বানুর ছেলে মুহাম্মদ আতিকুর রহমান ও পৌরসভার উত্তর জলদি ৪নং ওয়ার্ড এলাকার মছিহুল আকবর-মাতা বিলকিস আক্তার ছেলে শফিউল আকবর ইমন ভারতের উড়িষ্যা গেছেন।

দলের অফিসিয়াল হিসেবে রয়েছেন- ফিরোজ খান, কামরুল হাসান ও টিম ম্যানেজার শফিকুল হাসান আজাদ।

এদিকে ভারত সফরে যাওয়া কিরণ, আতিকুর আকবরসহ সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান ও একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ।

সূত্র: দৈনিক পূর্বকোণ

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *