বাঁশখালী টাইমস: ভারত সরকারের নতুন দায়িত্ব প্রাপ্ত ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজিন্দর খান্নার সাথে দিল্লীতে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন দক্ষিণজেলা আওয়ামীলীগ নেতা ও বাঁশখালী আসনে মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ কবির লিটন।
এ প্রসঙ্গে দিল্লী থেকে আবদুল্লাহ কবির লিটন বাঁশখালী টাইমসকে বলেন- রাজিন্দর খান্না ভারত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, প্রতিবেশী দেশসমূহের রাজনৈতিক প্রেক্ষাপট ও সামগ্রীক নিরাপত্তা বিষয়ক গুরু দায়িত্ব তাঁর উপর ন্যস্ত।’
আগামী সংসদ নির্বাচন, দু-দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, রাজিন্দর খান্না ইতোপূর্বে ভারতের গুরুত্বপূর্ণ গোয়েন্দা এজেন্সি ‘র’ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত মঙ্গলবার এক সররকারী আদেশে তাঁকে ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়।