মুহম্মদ মিজান বিন তাহের: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক মানসম্মত উন্নত মানের শিক্ষা নিকেতন বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ (বালক শাখা) ও বায়তুল উম্মাহ আদর্শ বালিকা মাদ্রাসায় ৩ টি শূন্য পদে আগামী ৩১ অক্টোবর ২০১৭ ইং রোজ মঙ্গলবারের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্তসহ যোগাযোগ করার জন্য আগ্রহী প্রার্থীগণকে অনুরোধ করা গেল।
১. সহকারী শিক্ষক ৩ জন (পুরুষ), (বিষয়ঃ- ইংরেজী, গনিত, বিজ্ঞান)
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক(সম্মান)
বেতনঃ- ৭০০০-১০,০০০ টাকা।
২. সহকারী শিক্ষিকা ১ জন( মহিলা)
(বিষয়ঃ-ইংরেজী, গনিত)
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক(সম্মান)
বেতন আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীকে নিজ হাতে লিখিত দরখাস্তের সাথে সকল পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/ জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি ও জীবন বৃত্তান্ত নিয়ে আগামী ৩১ অক্টোবর মঙ্গলবারের মধ্যে মাদ্রাসা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
যোগাযোগের ঠিকানাঃ-
বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসা ও বায়তুল উম্মাহ বালিকা আদর্শ মাদ্রাসা, উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজার, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম।
০১৭১৫-১৪৮৫৪৩/০১৮৬১-৯৪৯৪৩৪