
সানজিদা শাহী, বাঁশখালী টাইমস: সদ্য প্রকাশিত ৩৯ তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত রাশেদ উল করিম সুজন অনুভূতি জানাতে গিয়ে বলেন -‘ভাইবা বোর্ডে প্রশ্ন করেছিলো বাবা কি করেন? গর্বের সাথে বলেছিলাম মোটর মেকানিক।’
ডা. সুজন বাঁশখালীর কালিপুর গ্রামের মো: আব্দুল খালেকের সন্তান।
তিনি চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সিটি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এমবিবিএস সম্পন্ন করেন।
এ প্রসঙ্গে তাঁর দেয়া ফেসবুক পোস্ট হুবুহু দেয়া হলো-
‘Alhamdulillah, recommended as Assistant Surgeon ( 39 th BCS Health)
ভাইবা বোর্ডে প্রশ্ন করেছিলো বাবা কি করেন? গর্বের সাথে বলেছিলাম মোটর মেকানিক। আব্বুর অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য,স্বপ্ন অল্প হলেও পূরনের চেষ্টা করছি। মা বাবা ভাই বউ সবার দোয়াতে আল্লাহ এর রহমতে আমি আমার গোষ্ঠীর প্রথম বিসিএস ক্যাডার। দোয়া করবেন সবাই।’