ভয়াল ২৯শে এপ্রিল
আরকানুল ইসলাম

বাঁশখালীতে নেমেছিল
একান্নব্বই সালে,
ভয়াবহ ঘূর্ণিঝড় এক,
হয়নি স্মরণকালে!
হাজার মানুষ লাশ হয়েছে
আকাশ-বাতাস ভারী,
আর্তনাদ আর কান্না মিলে
সে কী আহাজারি!
ভাই হারালো প্রিয় বোনকে
বোন হারালো বাবা,
কেউ ভাবেনি হঠাৎ এমন
আসবে ভয়াল থাবা।
ঘর-বাড়ি আর পশু-পাখি
মরে বানের জলে,
দুর্গন্ধও ছড়াচ্ছিল
মরে-পঁচে-গলে!
তবুও তো কেউ থামেনি
স্বজনদেরই খোঁজে-
নেমেছিল, স্বজনহারার-
ব্যথা স্বজন বোঝে।
মনে পড়ে সেই দিনটি
আঘাত পাওয়া দিলে,
বারেবারে আসে ফিরে
ঊনত্রিশ এপ্রিলে।