BanshkhaliTimes

বড়ুয়া পাড়ায় রাস্তা বন্ধে প্রতিবাদ করায় হামলা, আহত ৬

BanshkhaliTimes

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ২ নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার ভদ্র মোহন বাড়ীর দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধের জেরে পৌর কর্তৃপক্ষকে অবহিত করায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ৬ জন। এতে গুরুত্বর আহত অবস্থায় লেদী বড়ুয়া (৩৮) ও সুসেন বড়ুয়া (৫৫) নামে স্বামী-স্ত্রী কে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় হামলায় কলেজ ছাত্রী দিবা বড়ুয়া (১৮), সুমিত্রা বড়ুয়া (৪০), স্কুল ছাত্র দিগন্ত বড়ুয়া (১২) ও অনন্ত সেন বড়ুয়া (৪৫) আহত হয়ে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর যাবত পৌর সদরের ২ নং ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া ভদ্র মোহন বাড়ীর চলাচলের জন্য পৌর কতৃপক্ষ ইট বসিয়ে রাস্তা নির্মান করে দেন। উক্ত রাস্তা টি নিজের জায়গায় দাবী করে বিগত কয়েকদিন যাবৎ চলাচলের পথ বন্ধ করে দেন স্থানীয় কয়েকজন । এ দিকে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় সুসেন বড়ুয়া পৌরসভাকে অবিহিত করলে পৌর কতৃপক্ষ ৪ জন পৌর পুলিশ মঙ্গলবার (২০অক্টোবর) দুপুরে ঘটনাস্থল গিয়ে উক্ত রাস্তা খুলে দেন। এ সময়পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দূরে দোকানে অবস্থান নিলে কাগজ পত্র দেখানোর কথা বলে বাড়িতে কাগজপত্র আনতে গেলে সেখানেই অপর পক্ষকে হামলা চালায়। এসময় তাদের হামলায় ৬ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ও মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

বাঁশখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর তপন বড়ুয়া জানান, আমি ঘটনাটি শুনে সমাধান করার উদ্যোগ গ্রহন করি,কিন্ত মিত্র সেনরা তা মানতে না চাওয়ায় পৌরসভাকে অবিহিত করলে পৌর পুলিশ এসে চলাচলের রাস্তা খুলে দেন। এ সময় মিত্র সেন বাড়ি গিয়ে কাগজ পত্র দেখার কথা বলে অপর পক্ষের উপর হামলা চালায়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ নিগার সোলতানা জানান, বড়ুয়া পাড়ায় হামলার ঘটনায় ৬ জন আহত হয়েছেন। ২ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *