এনামুল হক রাশেদী: বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা সকালবাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনের মাধ্যমে উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে গেল বলে অভিমত ব্যক্ত করেন গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী।
১৫ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার পশ্চিম বড়ঘোনা সকাল বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:-এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
এলাকার প্রবীণ মুরব্বি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব ফরিদুল ইসলামের সভাপতিত্বে এবং ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গন্ডামারা ইউপি চেয়ারম্যান জননেতা আলহাজ্ব লেয়াকত আলী। প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপক ও এসএভিপি বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় জমিদার বাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ গন্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান মুরাদ চৌধুরী।
বক্তব্যে বিশিষ্ট ব্যাংকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাঁশখালী শাখার ব্যবস্থাপক মোঃ শোয়াইব বলেন- গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা সকাল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনের মাধ্যমে এখন থেকে এলাকার মানুষ নিজেদের ঘরে বসে আর্থিক নিরাপত্তাসহ ইসলামী ব্যাংকের বহুবিধ সুবিধা ভোগ করতে পারবেন। তিনি সবাইকে ইসলামী ব্যাংকের সকাল বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় একাউন্ট খুলে ইসলামী ব্যাংকের পূর্নাঙ্গ সুবিধা উপভোগ করার আহ্বান জানান।
এজেন্ট ব্যাংকিং সকাল বাজার শাখার সত্ত্বাধিকারী রোবেল চৌধুরী বলেন- আজ থেকে ইসলামী ব্যাংকের সকাল বাজারের এজেন্ট ব্যাংকিং শাখা অত্র এলাকার সর্বস্থরের মানুষের ব্যাংক হিসাবে গণ্য হবে এবং এখন থেকে গন্ডামারা-বড়ঘোনার মানুষকে সময় ও শ্রম নষ্ট করে ৫ কি:মি: দূরে উপজেলা সদরে গিয়ে আর ব্যাংকিং সেবা নিতে হবেনা, ঘরে বসেই ব্যাংকিং সেবা ভোগ করতে পারবে।
পরিচালক জামাল চৌধুরী বলেন সকাল বাজারের এজেন্ট ব্যাংক গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে দিনরাত পরিশ্রম করে যাবে। তিনি এলাকার সকল গ্রাহকদেরকে ইসলামী ব্যাংকের সকাল বাজারের এজেন্ট ব্যাংক শাখায় নতুন করে হিসাব খোলার আহ্বান জানান।