বড়ঘোনা প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

তারিক মঈন : শিশু কাল থেকে গণতন্ত্র চর্চা ও গনতান্তিক মনোভাব সৃষ্টি, অন্যের মতামতের প্রতি সহনশীলতা এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে বাঁশখালীর বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জানুয়ারি ২০১৮ খৃি: ছোট শিশুদের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনকে ঘিরে শিশুদের জন্য এক উৎসবের দিন ছিল আজ। অবাধ সুষ্ঠুও নিরপেক্ষ নির্বাচনে বেশ কয়েক জন প্রাথি ছিল। তারা ভেটার দের চকোলেট দিয়ে ভোট চায়। অনেক অভিভাবক আসেন নির্বাচন দেখতে। শিশুরাই ছিল ভোট গ্রহনের দায়িত্বে। কেউ নিবাচন কমিশনার কেউ প্রিজাইডিং এর কাজ করেন। দিন টি ছিল তাদের উৎসবের। ভোট গ্রহনন থেকে গ ননা পর্যন্ত তারা ব্যস্ত দিন কাটায়। শিক্ষকগন দিক নির্দেশনা দেন। অবশে্ষে ফলাফল ঘোষনার পালা কে কে হবে বিজয়ী এ নিয়ে প্রর্থীগন বেশ উৎকন্ঠায় ছিল। হল ফলাফল বিজয়ীদের অভিনন্দন জানায় বিজিতরা। এ যেন এক অনন্য দৃষ্টান্ত। সব ক্ষেত্রে এটাই হোক সবার কামনা।

বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে বিজয়ী হলেন যারা-
(১)মো:ইমরান ৫ম শ্রেনি (ক) রো্ল নং ১৪ প্রাপ্ত ভোট= ১৬৭। ১ম
(২)তাকিয়া আকতার ৩য় ক রোল নং২ প্রাপ্তভোট=১৪৫ ২য়।
(৩)ফাহমিদা নৌশিন তারান্নুম ৪র্থ (ক)রোল নং০১ প্রাপ্তভোট ১৩৭। ৩য়
(৪)তকিরুল আমিন ৫ম রোল নং ৫। ৫ম
(৫)মঈন উদ্দিন ৫ম রোল নং ৪।
(৬)রায়হান উদ্দিন ৪র্থ রোল নং ৬
(৭)রিয়াজ উদ্দিন ৩য় (ক)রোল নং ২৬

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *