BanshkhaliTimes

ব্লগবাড়ি ম্যাগাজিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

BanshkhaliTimes

প্যারেন্টিং বিষয়ক দেশের প্রথম ম্যাগাজিন হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ব্লগবাড়ি’। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা আন্দরকিল্লাস্থ ভেঝা কার্যালয়ে গতকাল ৩১ মে ২০২২ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

ব্লগবাড়ি সম্পাদক কাজী সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ও বক্তা ড. মুহম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এনেল, মিত্র বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লগবাড়ির নির্বাহী সম্পাদক আবু ওবাইদা আরাফাত, আমান উল্লাহ দৌলত, কাজী জুবাইর সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুম চৌধুরী বলেন- ‘প্যারেন্টিং দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সুক্ষ্ম বিষয়টি নিয়ে শিশুকাল থেকেই ভাবার বিকল্প নেই। বীজকে রক্ষণাবেক্ষণ করলে যেমন ভালো ফসল পাওয়া যায় ঠিক তেমনি প্যারেন্টিং নিয়ে কাজ করলে সুনাগরিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠানে প্রধান অতিথিকে তাঁর লেখা উক্তি সম্বলিত ফ্রেম উপহার হিসেবে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, ব্লগবাড়ি প্রকাশনার সম্পাদকমণ্ডলীর মধ্যে রয়েছেন কথাসাহিত্যিক আরমানউজ্জামান, ছড়াকার আরকানুল ইসলাম, কবি শফিক মোরশেদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *