মঈনুল আজীম, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া ইউনিয়নের হাজীগাঁও গ্রামের কৃতিপুরুষ, শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব সাদেক আহমদ চৌধুরী ও কোহিনুর বেগম এর দ্বিতীয় পুত্র সাজ্জাদ হোসেন চৌধুরী বার-এট-ল ডিগ্রি অর্জন করেছেন।
বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সরকারি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রিধারী সাজ্জাদ চৌধুরী ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পুনরায় অনার্সসহ এলএলবি এবং ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলএম ডিগ্রি লাভ করে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে লিগ্যাল প্রাকটিস কোর্স সম্পন্ন করেন।
সম্প্রতি তিনি যুক্তরাজ্যের বিপিপি ইউনিভার্সিটি থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স সম্পন্ন করেন এবং দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন থেকে বার-এট-ল সনদ অর্জন করেন। গতকাল ২১-মার্চ-২০২২ লন্ডন স্থানীয় সময় বিকেল চারটায় অনুষ্ঠিত কল টু দ্য বার অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সলিসিটর হিসেবে কর্মরত আছেন। তিনি সবার দোয়া প্রার্থী।