এবার ব্যাগেই রাখুন আপনার গাড়ি!। জাপানের কোকোয়া মোটর নিয়ে এলো ১৩ ইঞ্চি সাইজের পোর্টেবল কার। ১৩ ইঞ্চি ল্যাপটপ-আকারের এই কার কার্বন বডি দিয়ে নির্মিত হয়েছে যার ওজন ২.8 কেজি।
এটি সর্বোচ্চ ১৬ কিলোমিটার স্পিডে চলতে সক্ষম। এক ঘন্টার চার্জে আপনি এক ঘন্টা ড্রাইভ টাইম পাবেন। কোন স্টিয়ারিং হুইল বা রিমোট কন্ট্রোল ডিভাইস নেই, তবে শরীরের ওজন বদল করে আপনি দিক পরিবর্তন করতে পারবেন। যদি আপনি ডান দিকে যেতে চান তাহলে সামান্য ডান দিকে নিজের বডি হেলাতে হবে আবার বাম দিকে যেতে চাইলে বাম দিকে হেলাতে হবে। পিছনে যাওয়ার কোন অপশন অবশ্য এখনো যুক্ত করা হয়নি। এই গাড়ির মূল্য নির্ধারন করা হয়েছে $ 1280 মার্কিন ডলার।