ব্যাংকার নেজামুল হক চৌধুরীর মাতৃবিয়োগ

পশ্চিম বাশঁখালীস্থ ইলসা নিবাসী, পবাউবির প্রাক্তন ছাত্র হীরক জয়ন্তী-১৭ (পবাউবি)র সফল মঞ্চ উপস্থাপক ব্যাংকার মোঃ নেজামুল হক চৌধুরী (কাজল) এর মাতা জনাবা নজিবুন নাহার চৌধুরী, (প্রকাশঃ রেহানার আম্মা ) ৭৬ বৎসর বয়সের ন্যায় জীবনের বিশেষ এক কঠিন অধ্যায়ের “বার্ধক্যজনিত” অসুস্থতায় কাল সন্ধায় ২০ঃ৪৫ মিঃ সময়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……. রাজেউন)

BanshkhaliTimes

তাঁর নামাজে জানাজা আজ ০৬/০১/১৯ বাদ জোহর নিজ বাড়ি ( মুন্সি উমেদআলী বাড়ি)তে অনুষ্ঠিত হবে।

সকল শুভানুধ্যায়ীদের দোয়া ও নামাজে জানাজায় শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *