তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ থেকে বসছে অস্থায়ী পশুর হাট। জানা যায়- আজ থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই বাজার স্থায়ী থাকবে পবিত্র ঈদুল আজহার আগ পর্যন্ত। প্রতিদিন বাজার বসবে দুপুর ৩টা থেকে। রামদাশ মুন্সির হাটের দিন বন্ধ থাকবে বৈলছড়ীর এই অস্থায়ী পশুর হাট। এই বাজারে প্রতিবছর স্থানীয় ঘোনাপাড়া, ডিগ্রিপাড়া, কাথরিয়া, হুজুরপাড়া, ঠেমাপাড়া, খদুলাপাড়া, পূর্ব বৈলছড়ী, কালিপুর, পাইরাংসহ বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল নিয়ে আসে বিক্রেতারা। তাতে ক্রেতাদের উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো।
উল্লেখ্য, বহুবছর ধরেই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বসে আসছে ঐতিহ্যবাহী এই বাজার। তাতে প্রতিবছর বেচাকেনাও হয় বলার মতো। শেষের দিকে জমে ওঠে এই পশুর হাট।