বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি ব্যাচ ‘দুরন্ত-১৪’ এর উদ্যোগে বৈলছড়ী ইউনিয়নের ২৫ অসহায় পরিবারে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায়- দুরন্ত-১৪ ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি মানুষের ঘরে ঘরে এই উপহার পৌঁছে দেয়। এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, পেয়াজ, ডাল, আলু, মটর। এ বিষয়ে ব্যাচের শিক্ষার্থী সৈয়দ সাকিব সামদুন, চন্দন দে,তানবির, কায়ছার, হাসনাত, সাকিব, মঈন হোসেন, ওয়াহাব জাহেদ এরা বলেন- ‘মানবতার এই দুর্দিনে আমরা বৈলছড়ী হাইস্কুলের ‘দুরন্ত-১৪’ ব্যাচের বন্ধুরা নিজেদের সামর্থ্য অনুসারে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। বন্ধুদের মধ্যে যাদের পরিবার অসহায় অবস্থায় দিনাতিপাত করছে তারাসহ বৈলছড়ী ইউনিয়নের ২৫ পরিবার আমাদের উপহারসামগ্রী পেয়েছে। বৈলছড়ীর কেউ খাদ্য সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খাবার পৌঁছে দিতে চেষ্টা করবো। সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কল্যানে এগিয়ে এলে দেশে আসন্ন খাদ্য সমস্যা মোকাবেলা সম্ভব’।
প্রেস বিজ্ঞপ্তি
