BanshkhaliTimes

বৈলছড়ী স্কুল’০৭ ব্যাচ শিঁকড়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ০৭ ব্যাচের সংগঠন শিঁকড়ের ইফতার মাহফিল গতকাল ২৫ রমজান, সোমবার নগরীর চকবাজারস্থ হালাল চিকেন রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়েছে। ডা: সওগাত উল ফেরদাউস ও ডা: আসিফুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা ফরহাদুল ইসলাম, সাইফুল ইসলাম, শামছিল আরেফিন, তারেক মুহাম্মদ বোরহান, মিজানুর রহমান, আব্দুল আজিজ রাজিব, রাসিফ ইকবাল রাকিব, সাইফুল ইসলাম, ওয়ালিদুর রহমান,জাহিদুল ইসলাম, আরিফুল হক প্রমুখ। বক্তারা শিঁকড়কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সিদ্ধান্ত হয় ঈদের পরদিন বৈলছড়ি স্কুল মাঠে বিকাল ৩ টায় শিঁকড় সদস্যদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *