বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল ১০ মার্চ নগরীর নজরুল স্কোয়ারে অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২০ মার্চের মধ্যে প্রত্যেক ব্যাচ থেকে ৩ জন করে নিয়ে ব্যাচ প্রতিনিধি ঠিক করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সভায় বিভিন্ন ব্যাচ প্রতিনিধিগণ এ বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য ২০০২ সালে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাকজমকপূর্ণ গোল্ডেন যুবিলী উদযাপনের পর থেকে বড় ধরণের কোন অনুষ্ঠান হয়নি।
প্রস্তাবিত রি-ইউনিয়ন প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বলে অভিহিত করেছেন উপস্থিত শিক্ষার্থীরা। সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানানো হয়।
ধন্যবাদ বাঁশখালি টাইমস কে ।
আমরাও আছি। পরের মিটিং কবে। আমার নাম্বার-০১৮৭৬৬৩৮৮২২.