BanshkhaliTimes

বৈলছড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালী টাইমস: বৈলছড়ী ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক এক ইফতার মাহফিল গত ৭ জুন চেচুরিয়া ভোলার ঘাটা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি রাশেদ আলীর সভাপতিত্বে উপজেলা তাঁতীলীগের সভাপতি জামাল উদ্দীনের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা ও চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন হতে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন।

বিশেষ অতিথি ছিলেন সিবিআই জনতা ব্যাংক এর সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, কাথরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আনেদিন,
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রনতোষ, উপজেলা তাঁতীলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ,বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবুল আলম, বৈলছড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি মনছুর আলম, বৈলছড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদার হোছাইন, দক্ষিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোছাইন মোহাম্মদ, হামিদ হোছাইন, তথ্য ও গবেষনা উপ সম্পাদক মাইনুল মান্নান।

আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোর্শেদ আলম,সমশু ছাত্রলীগ নেতা রওশন,রুমন,দেলোয়ার,এনাম হীরু,পারভেজ,সাজিব, নাইম,জিসান,আরফাত,রোকন,জোনাইদ,মিজান, হাবিব,আনোয়ার সহ অত্র ইউনিয়ন এর আওয়ামীপ্রেমি সর্বস্থরের জনসাধারণ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ কবির লিটন বলেন- যোগ্য নেতৃত্বই পারেএকটি সমৃদ্ধ, উন্নত ও আধুনিক বাঁশখালী। আপনারাই সেই নেতৃত্ব বাছাইয়ের মূল ক্ষমতা রাখেন, তাই এই ক্ষেত্রে সকলকে বিবেচনাপূর্বক নেতা পছন্দে আহ্বান জানান তিনি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *