তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বৈলছড়ীর অসহায়দের মাঝে সম্প্রতি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ীর সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল। চাল, তেলসহ এই খাদ্যসামগ্রী নেতাকর্মীদের মাধ্যমে ৯০০ জন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়। এই ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মোজাম্মেল হক সিকদার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম, মনোরঞ্জন দাশ, জাফর আহমদ, আবুল কালাম, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বখতেয়ার উদ্দিন, সহ-সভাপতি বদিউল আলম, মোহাম্মদ রফিক, ছৈয়দ আহমদ, ছৈয়দুল হক, ফরহাদুল ইসলাম, নেছারুল হক, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আলীম প্রমুখ।
সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল বলেন- ‘ করোনাভাইরাসের কারণে লকডাউন করায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া সামর্থ্যবান প্রত্যেক নাগরিকের কর্তব্য। যার যার সামর্থ্য অনুসারে মানুষের এই সংকট মোকাবেলায় এগিয়ে আসুন।’