বাঁশখালী টাইমস- বৈলছড়ী ইউনিয়নের কুলীন পাড়া মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে ৩য় বার্ষিক ইসলামী সম্মেলন গতকাল বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছ। মাহফিলে সভাপতিত্ব করেন বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদ হাসান সাহেব। এতে প্রধান বক্তা হিসেবে কুরআন হাদীসের আলোকে ত্বাকরীর পেশ করেন- লোহাগাড়া রাজঘাটা মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা সৈয়দুল আলম আরমানী। মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ত্বাকরীর পেশ করেন- পতেঙ্গা ইসলামীয়া মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব, আল্লামা শামসুদ্দীন আফতাব প্রমুখ।
মাহফিলে সর্বশেষ বিশেষ বক্তার আলোচনা অধ্যাপক মাহমুদুল হাসান বলেন- “বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইসলামের প্রচার করা অনেক বেশি সহজ। কিন্তু আমরা তথ্য প্রযুক্তিকে সেই কাজে ব্যবহার করছি না। রাত বারোটার পরে আল্লাহর দরবারে সিজদায় পড়ার কথা থাকলেও আমাদের তরুণেরা মোবাইলে কথিত প্রেম চর্চায় মত্ত! যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। তিনি আরো বলেন- আমাদেরকে কঠিন পরিস্থিতি উপেক্ষা করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তাহলে তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করবেন। গত শুক্রবারে বাংলাদেশের প্রধান কবি আল মাহমুদ আল্লাহর কাছে তাঁর কাম্য দিনে চলে গেছেন। তিনি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন বলেই আল্লাহ তাঁর মনোবাসনা পূর্ণ করেছেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন। আমাদের সবাইকে এভাবে আল্লাহর কাছে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।”
মাহফিল সমাপ্তিপূর্বে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুনির উদ্দীন সাহেব। এসময় তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।
টিআই/বি/২২/০২/১৯
