BanshkhaliTimes

বৈলছড়ীর ইউপি সদস্য দিদারুল হক কারাগারে

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বৈলছড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল হক আজ বেলা বারোটার সময় জায়গা-জমি সংক্রান্ত একটি মামলায় বাঁশখালীর আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলাটির বাদী মুহাম্মদ হাশেম। জানা যায়- ২০.০৯.২০১৪ তারিখে চেচুরিয়ায় একটি জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে পরষ্পর বাঁশখালী থানায় মামলা দায়ের করে। সেই মামলায় জামিন আবেদন করলে আদালত মেম্বার দিদারকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মেম্বার দিদারকে আজ বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। যাত্রাপথে চেচুরিয়া বাজারে মেম্বার দিদারকে একনজর দেখতে রাস্তার পাশে সাধারণ মানুষ ভিড় জমায়। এসময় মেম্বার দিদার হাত উঁচিয়ে তাদের ভালোবাসার জবাব দেয় এবং বলে- ‘দোয়া করবেন। ইনশাল্লাহ, আমি চলে আসবো।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *