BanshkhaliTimes

বৈলছড়ীতে ‘স্বাদ’ এর শো-রুম উদ্বোধন

BanshkhaliTimesতাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। তা থেকে পিছিয়ে নেই এক সময়ের অবহেলিত জনপদ বাঁশখালীও। তারই ধারাবাহিকতায় আগামীকাল বেলা তিনটায় বৈলছড়ী কে বি বাজারের মরহুম নুরুল কবির মার্কেটে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অভিজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্বাদ’ এর শো রুম। শো রুমের সত্ত্বাধিকারী মেম্বার জামাল উদ্দীন বলেন- “সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ আনন্দকে আরো বেশি আনন্দময় করতে আমরা আগামীকাল বৈলছড়ীতে ‘স্বাদ’ এর শু-রুম উদ্বোধন করতে যাচ্ছি। এতে আপনাদের উপস্থিতি কামনা করছি। যাত্রা শুরুর এই মূহুর্তে আপনাদের উপস্থিতি আমাদের প্রাণিত করবে। সুষ্ঠু ধারায় ব্যবসার পাশাপাশি স্বাস্থ্যসম্মত পণ্য সাপ্লাইয়ের মাধ্যমে জনগনের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। জনগনের কাছে স্বাদ এর সাস্থ্যসম্মত পণ্য পৌঁছিয়ে দিতেই আমাদের এই প্রয়াস। আশা করি- সকলে আমাদের সাথেই থাকবেন”।

Spread the love

1 thought on “বৈলছড়ীতে ‘স্বাদ’ এর শো-রুম উদ্বোধন”

  1. আতাউর রহমান কাইসার, এমডি কিংস্ প্রিমিয়াম

    স্বাদ কোনো প্রকার খাদ্য দ্রব্য প্রস্তুত করেনা।।। এইসব ভিত্তিহীন সংবাদ প্রচারে সচেতন হওয়া উচিৎ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *