বৈলছড়ী প্রতিনিধি: সনাতন মৈত্রী সংঘ বাঁশখালী শাখার উদ্যোগে সবুজ বিপ্লব কর্মসূচী বৈলছড়ী রক্ষা কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচীর আওতায় বাঁশখালীর বিভিন্ন মন্দির প্রতিনিধিগণের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন সনাতন মৈত্রী সংঘ বাঁশখালী শাখার সভাপতি প্রকৌশলি রনি সরকার, সনাতন মৈত্রী সংঘ বাঁশখালী শাখার সাবেক সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সনাতন মৈত্রী সংঘ বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কালীপুর নিমকালী বাড়ীর সাধারণ সম্পাদক বাবু নারায়ন পাল, বৈলছড়ী রক্ষা কালী মন্দিরের সাবেক সভাপতি নারায়ণ প্রসাদ সেন, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখর চৌধুরী, সুজন সুশীল, সম্রাট, রাখাল রুদ্র, সঞ্জয় তালুকদার, জয়, টিকলু মল্লিক, মিশন দেব, অভিজিত সরকার, দেবাশীষ দাশ প্রমুখ।