বৈলছড়ীতে র‌্যাবের অভিযানে ৬টি অস্ত্রসহ আটক ২

মুহাম্মদ মিজান বিন তাহের: বৈলছড়ী কে বি বাজারের উত্তর পাশে অভিযান চালিয়ে ৫ টি ওয়ান শুটারগান, ১টি এসবিবিএল (বন্দুক) এবং ৮ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র যুবককে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বৈলছড়ি কে বি বাজারের উত্তর পাশে চট্টগ্রাম-বাঁশখালী পিএবি সড়কে এই অভিযান চালিয়ে মোঃ মাহবুব আলম (৪৩) ও মোঃ মফিজুর রহমান (৩৫) কে আটক করে। আটকৃতরা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বাঘমারা এলাকার বাসিন্দা বলে জানা যায়।

র‌্যাব (৭) চট্টগ্রামের কর্মকর্তা শাহেদা সুলতানা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীর ৬ নং বৈলছড়ি ইউপির কে বি বাজারের উত্তর পাশে কিছু অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা ২জন কে আটক করি। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে পাঁচটি ওয়ান শুটারগান, একটি এসবিবিএল (বন্দুক) এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *