বৈলছড়ী-চেচুরিয়া সার্বজনীন রক্ষা কালী মন্দিরের ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
গতকাল এ লক্ষ্যে আয়োজিত সভা ডা: পরেশ চন্দ্র পাল (পিসি পাল)এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ভবনের উদ্বোধন করেন এবং তিন লাখ টাকা অনুদান প্রদান করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী,এম.পি।
এতে আরো উপস্থিত বাবু শ্যমল দাশ দপ্তর সম্পাদক বাঁশখালী আওয়ামী লীগ, মোঃ কফিল উদ্দিন চেয়ারম্যান ৬নং ইউনিয়ন পরিষদ, বি.এস.পি ফুডস-এর চেয়ারম্যান বাবু অজিত কুমার দাশ, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রানা কুমার দেব, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু টুটুন চক্রবর্তী, সদস্য সচিব বাবু উত্তম কুমার কারণ, যুগ্ন আহ্বায়ক অশোক চৌধুরী , স্বপন দাশ, শংকর ঘোষ, মোঃরমিজ মেম্বার, রনি কুমার দেব, সজল তালুকদার, সমীরণ কান্তি দেব, বাবুল কান্তি দেব, জয়হরি সিকদার, নারায়ণ প্রসাধ দেব প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি