বৈলছড়ীতে প্রথমবারের মতো সৃজন মেধাবৃত্তির পরীক্ষাগ্রহণ সম্পন্ন
তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): বৈলছড়ীতে প্রথমবারের মতো সৃজন মেধাবৃত্তি পরীক্ষা গ্রাসরুটস স্কুলে অনু্ষ্ঠিত হয়েছে আজ।
বৈলছড়ী ইউনিয়নের প্রায় দশটি স্কুল, মাদরাসার একশোর অধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। দুই শিফটে অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো এই বৃত্তি পরীক্ষা। প্রথম শিফট সকাল দশটায় শুরু হয়ে শেষ হয় বেলা বারোটায়। প্রথম শিফটে অংশ নেয় পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা।
বৈলছড়ীতে প্রথমবারের মতো সৃজন মেধাবৃত্তির পরীক্ষাগ্রহণ সম্পন্ন
দ্বিতীয় শিফট শুরু হয় বারোটায়। শেষ হয় দুপুর দুইটায়। তাতে অংশগ্রহণ করে অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা তাঁতীলীগের সভাপতি জামাল উদ্দীন, বৈলছড়ী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য দিলুয়ারা বেগমসহ ব্যক্তিবর্গ।
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান জাহেদুল ইসলাম বাঁশখালী টাইমসকে জানান- ‘আমি নিজেও ছাত্র। আমার সহকর্মীরাও ছাত্র। এলাকার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা কয়েকজন মিলে ২০১৬ সালে প্রতিষ্ঠা করি ‘পূর্ব বৈলছড়ী ছাত্র ঐক্য পরিষদ’। এই সংগঠনের উদ্যোগে গত বছরই আমরা আয়োজন করেছি কুইজ প্রতিযোগিতার। তাতে আমরা বেশ সাড়া পেয়েছি। যার কারণে এই বছর ঐ কুইজ প্রতিযোগিতাকে আমরা রূপান্তর করেছি বৃত্তি পরীক্ষায়। এই বৃত্তি পরীক্ষায়ও আমরা শিক্ষার্থীদের বেশ সাড়া পেয়েছি। আগামী বছরে আমরা বৃত্তি পরীক্ষার পরিসর বাড়াবো। আগামী বছর থেকে গুনাগরি থেকে জলদীর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে’।