বাঁশখালী টাইমস: প্রজন্ম’৭১ বৈলছড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এম. অানোয়ারুল অাজিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৈলছড়ীর অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৮ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অায়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রজন্ম’৭১ বৈলছড়ী ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনছুর অালম, প্রধান অালোচক ছিলেন বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলামুর রহমান, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা শ্রমিকলীগ সভাপতি রাশেদ অালী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা অালীয়া মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দীন নেছারী, উপকূলীয় ডিগ্রী কলেজের প্রভাষক সুমন সেন মানু, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বড়ুয়া, এম. অানোয়ারুল অাজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেজেন্দ্র লাল দে, বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গ্রাসরুটস কিন্ডারগার্টেনের পরিচালক অাশেকুর রহমান চৌধুরী, বাঁশখালী হামেদিয়া রহিমা অালীয়া মাদরাসার উপাধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ অসংখ্য শিক্ষানুরাগী।