বৈলছড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

বৈলছড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বৈলছড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী পালন ও কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা উপলক্ষে এক র‍্যালী চেচুরিয়া দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বৈলছড়ী বাজারে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছরওয়ার আলম। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মেম্বার ইব্রাহিম, ইউনিয়ন যুবদলের সি.সহ-সভাপতি ফরহাদ, সহ-সভাপতি ছগির, শফিক, মাহমুদুল হক, রিদোয়ান, ছৈয়দ, ইউনুচ সওদাগর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জমির, সাংগঠনিক সম্পাদক শওকত, যুগ্মসম্পাদক নাজেম, কামাল, মিজান,সহ সম্পাদক আকবর, জসীম, মন্টু, যুবদলের ৩ নং ওয়ার্ড সভাপতি ইদ্রিস বাদশা, সেক্রেটারি আবদুল হাকিম মনু, ৬নং ওয়ার্ড সেক্রেটারি নুরুল কবির, ছাত্রদল নেতা হেলাল, ছাত্তার, ইয়াসিন, ৬নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি শওকত হোসেন,সম্পাদক মিজান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *