
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নে দরিদ্র অসহায় ১১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ আলহাজ্ব মােস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত তহবিল ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যৌথ ভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১ এপ্রিল) বিকালে নিজ বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি মাে. কফিল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টুটুন চক্রবর্ত্তী, ইউপি সদস্য আবদুর রহমান, দিলােয়ারা বেগম, ছাত্রলীগ নেতা মাে: সেলিম, মাে: ফেরদৌস ও সাখাওয়াত হোসাইন প্রমুখ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, আলু, চিনি, সয়াবিন তেল ইত্যাদি। খাদ্য সামগ্রী বিতরণ কালে বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাে. কফিল উদ্দিন বলেন, ‘সম্প্রতি মহামারী আকার ধারণ করেছে করােনা ভাইরাস নাম এক প্রাণঘাতী রােগ। এই ভাইরাস প্রতিরােধ সরকারের নির্দশনা মেনে চলতে গিয়ে কর্মহীন হয়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবার গুলাে। যার পরিপ্রেক্ষিতে ওইসব অসহায় দরিদ্র পরিবার গুলাের দুঃখ দুদর্শা কিছুটা হলেও লাঘবের জন্য এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।’