তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- পূর্ব বৈলছড়ী ইসলামী দাওয়াতী কাফেলার উদ্যোগে দ্বীনি ওয়াজ মাহফিল বৈলছড়ী দারুল হুদা মহিলা মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে আজ। এতে আলোচনা পেশ করেন- বাঁশখালী মনকিচর এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, ফেনী ইসলামিয়া আরবিয়া মাদরাসার শিক্ষক মুফতি শামীম আল-মামুন কাসেমী, লোহাগাড়া রাজঘাটা হোসাইনিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুল ওয়াহেদ, রাঙ্গুনিয়া দারুল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষক মুফতি হাবিবুল্লাহ, সাতকানিয়া এওচিয়া স্টেশন জামে মসজিদের খতীব মাওলানা নেছার আহমদ। এছাড়াও মাহফিলে ক্বেরাত পরিবেশন করেন- আনোয়ারা তারতীলুল কুরআন মাদরাসার ক্বেরাত বিভাগের প্রধান ক্বারী মাওলানা শফিউল্লাহ, বাঁশখালী পুকুরিয়া মোখলেছিয়া মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা মাহমুদুল্লাহ। মাহফিলে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সীরাত, মাতা-পিতার প্রতি ছেলের কর্তব্য ও ছেলের প্রতি পিতা-মাতার কর্তব্যসহ ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা করেন। উল্লেখ্য- মাহফিলের সর্বশেষ বক্তা মাওলানা আবু বকরের আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয় রাত এগারোটার দিকে।