বৈলছড়ী তে আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রতিবাদে সমাবেশ
বৈলছড়ী প্রতিনিধি: বাঁশখালীর এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী লীগের মিছিল শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুন চক্রবর্তী তার অনুসারীদের নিয়ে বৈলছড়ী বাজার থেকে চেচুরিয়া বাজারে আসার পথে হামেদিয়া মাদরাসার সামনে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে টুটুন চক্রবর্তী নিজে এবং যুবলীগ নেতা সিরাজুল কবিরসহ অন্তত ৫ জন আহত হন।
নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চেচুরিয়া বাজারে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দীন, বৈলছড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক এনামুল হক। সমাবেশ থেকে বক্তারা এমন কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। প্রতিবাদ সমাবেশে চেয়ারম্যান কফিল উদ্দীন বলেন- আগামী কাল সকাল দশটার মধ্যে যদি হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে সকাল দশটা থেকেই বেলা বারটা পর্যন্ত বৈলছড়ীতে প্রতিবাদ সমাবেশ হবে এবং সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।
এ প্রসঙ্গে বাঁশখালী টাইমসকে চেয়ারম্যান কফিল উদ্দীন বলেন- ‘একটি মহল আমাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
অন্যদিকে আওয়ামী লীগের মিছিলে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বাঁশখালী থানার ওসি। পরে ঘটনাস্থলে প্রায় অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।