BanshkhaliTimes

বৈলছড়ীতে অভিজাত খাদ্য প্রতিষ্ঠান ‘স্বাদ’ এর শাখা উদ্বোধন

BanshkhaliTimesতাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- বাঁশখালী উপজেলার বৈলছড়ী কে বি বাজারের মরহুম নুরুল কবির চৌধুরী মার্কেটে গতকাল বিকেলে উদ্বোধন হয়েছে দেশের অভিজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান “স্বাদ” এর শাখা।

উদ্বোধনী মূহুর্তে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, চট্টগ্রাম এম ই এস কলেজের অধ্যক্ষ সরওয়ার আলম সুজন, বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, ডাক্তার রশিদ আহমেদ চৌধুরী, মক্কা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী মিঠু, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল কাদের, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, বিশিষ্ট ব্যবসায়ী হাবিব হাসান মিশকাত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারুক আল আজাদ, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম,    বৈলছড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টুটুন চক্রবর্তী, ডাক্তার আসিফুল হক, ডাক্তার সওগাতুল ফেরদৌস, মহিউদ্দীন, কন্ট্রাক্টর সৈয়দুল আলম, বৈলছড়ী বাজার কমিটির সভাপতি ওবাইদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক জাফর আহমদ, , সাবেক মেম্বার মঞ্জুর আহমদ, শাহ আলম, চেচুরিয়া ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আজিজ উদ্দিন, ইউপি সদস্য হাফেজ রমিজ উদ্দীন, পরিমল সেন, মহিলা মেম্বার নুরতাজ বেগম, দিলোয়ারা বেগম, যুবলীগ নেতা মুফিজ উদ্দিন, সাইফুল আজাদ সুজন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল কাদের, ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিলসহ অনেকে শাখা পরিদর্শন করে গ্রামে এমন উদ্যোগের জন্য জামাল উদ্দীনের ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধন পূর্ব মোনাজাত পরিচালনা করেন আল্লামা আহমদ হাসান সাহেব।

উদ্বোধনী পর্ব শেষে সত্ত্বাধিকারী মেম্বার জামাল উদ্দীন বাঁশখালী টাইমসকে বলেন- “শুধুমাত্র আয়ের উদ্দেশ্যে এই শো-রুমের উদ্বোধন নয়, বৈলছড়ী তথা বাঁশখালীর মানুষকে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনই আমার উদ্দেশ্য। শহরের সাথে তাল মিলিয়ে বৈলছড়ীতে আধুনিকতার ছোঁয়া লাগাতেই আমার এ প্রয়াস।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *