বাঁশখালী টাইমস- বাঁশখালীর বৈলছড়ি ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মে) সন্ধ্যায় বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইমরান হোসাইন শাকিলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এম. আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, কাশেফ উদ্দীন, ফরহাদুল ইসলাম, আমিনুল হক, মুহাম্মদ তারেকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইমরান হোসেন শামীম, মোহাম্মদ তোহা ইসলাম, ফারুকুল ইসলাম, আমজাদ হোসাইন, সিফাতুল হক, জাফরুল ইসলাম, মোহাম্মদ রজবুল ইসলাম, জাহেদুল ইসলাম, মুহাম্মদ শাফিন, সাইমুন সিদ্দিকী প্রমুখ।
সভায় ইউনিয়নে ব্লাড ক্যাম্পেইন, রক্তদানে জনসচেতনতা সৃষ্টি করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।