বৈলছড়ি বাজারে আগুনে পুড়েছে ৫ দোকান

বৈলছড়ি প্রতিনিধি : আজ দুপুর ১২টার দিকে বৈলছড়ি বাজারের ব্রীজসংলগ্ন পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে দশ লক্ষাধিক টাকার মালামাল ও মূলধন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকেরা। তবে এই ক্ষতি আরো বেশি হতে পারে। বাজারের দক্ষিণ পাশে অবস্থতি সেলিম সওদাগর এর চায়ের দোকান, সোহেল সফটেক, ইদ্রিস স্টোর, নারায়ণ স্টোর ও সজল এর সেলুনসহ পুড়ে গেছে। এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ী সওদাগরদের চেষ্টার মাধ্যমে আগুন নিভানো সম্ভব হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *